বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : বিএনপি’র ডাকা হরতাল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজন রবিবার ২৯ অক্টোবর সকাল ১১ টায় কালিগঞ্জ ডাকবাংলা মোড় আওয়ামী লীগ কার্যালয় থেকে শান্তি ও উন্নয়ন উপলক্ষে ও হরতাল বিরোধী মিছিল বাইর হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালিগঞ্জ খান বাহাদুর সেতু সংলগ্ন বঙ্গবন্ধু মুরালের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর সঞ্চালনায় র্যালিতে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সদস্য অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুশুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি, জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ শাহজালাল সহ উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন যারা হরতালের নামে জ্বালাও পড়াও করবে তাদেরকে প্রতিহত করা হবে, সকল প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাজপথে থেকে প্রতিবাদ ও প্রতিহত করবে এবং শান্তি ও উন্নয়নের জন্য সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করবে।