নিজস্ব প্রতিনিধি : প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে, এক অসচ্ছল পরিবারকে সচ্ছল করার লক্ষ্যে, একটি মুদিখানা ও ভাজার দোকান করে দেয়া হয়েছে। অসহায় ওই পরিবারের জন্য দেওয়া মুদি দোকান ও ভাজার দোকান শনিবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মোঃ আতিকুজ্জামান সাহেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জনগণের ভোটে বারবার নির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও প্রতিবন্ধী এবং অসহায় ব্যক্তিদের বন্ধু আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি, জজ কোটের এপিপি এ্যাড. সাইদুজ্জামান (জিকো)। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় ওই পরিবারের জন্য সকলের দোয়া কামনা করা হয়।