তারিকুশ সারাফাত, মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি : বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে ও বসন্তপুর জিপিএস সংগঠনের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় ২দিন ব্যাপী বিশাল আজিমুশ্বান ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
১ম দিনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা কামরুল ইসলাম আশেকী, খতিব শীতলপুর বায়তুল নূর জামে মসজিদ ও ২য় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব হযরত মাওলানা আকরাম হোসেন, ইমাম ও খতিব কালিগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ।
শেষ দিনের প্রধান বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা মুফতি মোঃ নাজমুস সাদাত ফয়েজি সাহেব, আরেবি প্রভাষক, তৈয়েবিয়া কামিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা এবং ২য় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব হয়রত মাওলানা মোঃ আশরাফুল ইসলাম আজিজী, থানা কেন্দ্রীয় জামে মসজিদ ও ইসলামী আলোচক, বিজয় টিভি, ঢাকা। উক্ত আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাফেজ মোঃ ছফিউল্লাহ নাহিদ, ইমাম ও খতিব বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।