দেবহাটা প্রতিনিধি : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের পর ফের বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিকে প্রত্যাখ্যান করে দেশব্যাপী নৈরাজ্য, পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দেবহাটার গাজীরহাটে মিছিল ও সমাবেশ করেছেন আ’লীগ নেতাকর্মীরা।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক’শ নেতাকর্মী উক্ত মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী।