অহিদুজ্জামান খান : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় গ্রাম ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৫ম ধাপ (পুরুষ) শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে জেলার ১৪৭ জন প্রশিক্ষণার্থী ওই অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা সদর উপজেলা প্রশিক্ষক এইচএম ইশার আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।