বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ও উপজেলা এনজিও সমূহের সহযোগিতায় কালিগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার ১ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণ থেকে জাতীয় যুব দিবসে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজাহার আলী, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার অজিত কুমার নন্দী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ অফিসের তাপসী রানী বালা ও আসাদুর ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, তারাই জাতির প্রাণ প্রবাহ।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট উন্নত দেশ একটি সমৃদ্ধ দেশ এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুব ঋণের চেক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুরশা দারিদ্র্য বিবর্তনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনায় ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের পাঁচ দিন মেয়াদী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।