শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশেরে ন্যায় কলারোয়ায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৩। কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার(১ নভেম্বর) সকাল ১০ টার সময় এক বর্ণাঢ্য র্যালী কলারোয়া উপজেলা চত্বর ঘুরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) রিফাতুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের প্রধান সহকারী ছিদ্দিকুর রহমান, আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। এ সময় যুব উন্নয়ন পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারী যুবকদের হাতে সনদপত্র এবং চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কান্তি মন্ডল।