বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ব্রহ্মরাজপুর ইউনিয়নে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ২, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজার থেকে দক্ষিণে জেয়ালা কমিউনিটি ক্লিনিক অভিমুখে রাস্তাটি পাকাকরণের জন্য সরকার টেন্ডার দেয়। শত বছরের অবহেলিত এ রাস্তাটি সংস্কারে সরকার বরাদ্দ দিলে এলাকাবাসি আনন্দচিত্তে ধন্যবাদ জানায়।

এলাকাবাসি জানায়, এ রাস্তা দিয়ে তারা শত বছর ধরে যাতায়াত করেন। স্থানীয় কমিউনিটি ক্লিনিকে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। গ্রামবাসি বলেন, ইতোপূর্বে রাস্তাটি বেহালদশার কারণে তারা যাতায়াত করতে পারতেন না। বিশেষ করে বর্ষাকালে তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। জনগণের দুর্ভোগ লাঘবে সরকার রাস্তাটি পাকাকরণের সিদ্ধান্ত নিয়ে বরাদ্দ দেয়।

মাপজরিপ শেষে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। কার্যাদেশও দেওয়া হয় সংশ্লিষ্ট ঠিকাদারকে। রাস্তাটি সংস্কার করতে গেলে বাধা দেন একটি মহল। বাধার মুখে সাময়িক বন্ধ হয়ে যায় রাস্তাটির সংস্কার কাজ। স্থানীয় শাহাদাত হোসেন বাবু নামের জনৈক ব্যক্তি রাস্তার জায়গা তার নিজের পৈতৃক বলে দাবি করে তিনি সংস্কার কাজে বাধা দিচ্ছেন বলে এলাকাবাসি জানায়। তবে শাহাদাত হোসেন বাবু বলেন, রাস্তার জমি দখল করে প্রতিপক্ষ সেখানে ঘরবাড়ি নির্মাণ করায় তার পৈতৃক সম্পত্তির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় তিনি আইন প্রয়োগ সংস্থার সহযোগিতা চেয়ে অভিযোগ করেছেন। ঠিকাদার জিএম আব্দুর রহিম জানান, টেন্ডারের মাধ্যমে সড়ক নির্মাণের কাজটি পান তিনি। কাজ শুরু করার আগে চেয়ারম্যান কাজটি ক্রয় করে নেন।

ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ঢালী জানান, ওই রাস্তাটি শত বছরের পুরানো। এলাকবাসির যাতায়াতের সুবিধার জন্য সরকার সংস্কার করছে। বরাদ্দও দিয়েছে। ইতোপূর্বে রাস্তার সীমানাও নির্ধারণ করা হয়। তখন কেউ কোন কথা বলেননি। যখন রাস্তাটির পাকাকরণের কাজ শুরু হয়েছে ঠিক তখনই একটি মহলের ইন্ধনে শাহাদাত হোসেন বাবু নামের জনৈক ব্যক্তি বাধা দিচ্ছেন। ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত