লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা-০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিমের নেতৃত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মনোনয়ন প্রত্যাশী মোস্তাকিম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো: সামসুল আলম, আওয়ামী লীগ নেতা রজব আলী সরদার, ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম, পরেশ অধিকারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, তবিবুর রহমান,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকা, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, শ্রমিক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।