শুক্রবার , ৩ নভেম্বর ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কুল্যার গাবতলায় জরাজীর্ণ ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার : যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ৩, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ

শেখ বাদশা, আশাশুনি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গাবতলা-বাশতলা-হামকুড়া নদীর উপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ব্রিজের পাটাতন ও রেলিং ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙাচোরা ও নড়বড়ে এ ব্রিজটি দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ শিক্ষার্থী এবং দুই-ইউনিয়নের কয়েক হাজার মানুষসহ ছোট-বড় যানবাহন চলাচল করে থাকে।

যে কোনো মুহূর্তে ব্রিজটি ভেঙে কাদাকাটি বাজার টু গাবতলা সড়কের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জরাজীর্ণ এ ব্রিজটি ভেঙে নতুন একটি ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, কুল্যার হাজিরহাটে যাতায়াতের জন্য গাবতলা হতে কাদাকাটি বাজার সড়কের হামকুড়া নদীর ওপর প্রায় ৪০ বছর আগে এ ব্রিজটি নির্মিত হয়। ৩০ মিটার দৈর্ঘ্য ও আড়াই মিটার প্রস্থের এ ব্রিজটি দিয়ে কাদাকাটি বাজারসহ বিভিন্ন এলাকার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে ও উপজেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন।

এছাড়া ব্রিজটি ব্যবহার করতে হয় কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যবাহী ছোট-বড় অনেক যানবাহন চালকদের। কিন্তু প্রায় ছয় বছর আগে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটিতে ভাঙন দেখা দেয়। ব্রিজটির পাটাতন ও রেলিংয়ের কনক্রিট খসে রড বেরিয়ে এসেছে। ইতোমধ্যে পাটাতনের বিভিন্ন অংশে বড় বড় গর্তের মতো সৃষ্টি হয়েছে।

পথচারীরা জানান, ব্রিজটি একদিকে জরাজীর্ণ, অন্যদিকে একেবারে সংকুচিত। ফলে পণ্যবাহী কোনো যানবাহন এ ব্রিজটির উপর দিয়ে সহজে চলাচল করতে পারে না। স্থানীয় স্কুল কলেজ শিক্ষার্থীরা, জানান, প্রতিদিন ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি পার হয়ে স্কুল কলেজে যাতায়াত করতে হয় তাদের। আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জীবনের ঝুঁকির কথা চিন্তা করে হলেও এ ব্রিজটির স্থানে নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানায় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

স্থানীয় কৃষক প্রভাষ দাশ, নিরঞ্জন সানা, শ্রীকান্ত সানা এ প্রতিবেদক্ষে বলেন, আমাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে তুলতে এ ব্রিজটি ব্যবহার করতে হয়। কিন্তু এ ব্রিজটি ঝুঁকিপূর্ণ হাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় তাদের।

এ বিষয়ে কুল্যা ইউপি’র গাবতলার ইউপি সদস্য উত্তম কুমার দাস জানান, ব্রিজটি ভাঙাচোরা হওয়ার কারণে গত কয়েক বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তারপরও বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।

তিনি আরও বলেন, ‘সরকার দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বড় বড় ব্রিজ নির্মাণ করছেন। এ এলাকার হাজারো মানুষের কথা চিন্তা করে এখানে নতুন একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে আসা ব্যক্ত করেন তিনি।

এ ব্যাপারে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ বলেন, বিষয়টি নিয়ে সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যকে অবহিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির স্থলে একটি নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাবনা ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান বলেন, ‘ঝুঁকিপূর্ণ ব্রিজটি বহুদিনে আগে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এটা আমাদের জানা নেই। সরেজমিন দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

 

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

একটি বয়স্ক ভাতার কার্ডের আকুতি শিবপদ সরকারের

শেষ হলো খুলনার মাসব্যাপী একুশে বইমেলার, সাড়ে ৩ কোটি টাকার বই বিক্রি

পৌরসভার বর্ধিত পানির বিল পরিশোধ না করার ঘোষণা, দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা না হলে ১২ জুলাই ঘেরাও

শ্যামনগরে হতদরিদ্র ও এতিম প্রতিবন্ধী শিশুদের মাঝে এনএফআই কিট বিতরণ

তালায় চার শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে মাজার জিয়ারত পুস্পমাল্য অর্পন আলোচনা

চুরি করা হাঁস বড় বাজারে বিক্রি করতে এসে ধরা পড়লো চোর

পাইকগাছায় খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণ করলেন এমপি রশীদুজ্জামান

দেবহাটায় জামাইয়ের পিটুনিতে স্ত্রী ও দুই শ্যালক জখম

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার রেগুলার মিটিং