এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার ৩ নভেম্বর রাত ৮ টার সময় ব্রহ্মরাজপুর বাজারের অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রহ্মরাজপুরের ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে ও ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম , ইউপি সদস্য আনিসুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্হানীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আলী,ওজিয়ার রহমান, আব্দুল হামিদ, কুদ্দুস আলী, হুমায়ুন কবির, জয়নাল, ডাক্তার জিয়াউর রহমান জিয়া, শহিদুল ইসলাম শহিদ, সাইফুল্লাহ মাষ্টার,,কুরবান আলী,আক্তার হোসেন, বিপ্লব মন্ডল,মুরাদ হোসেনসহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারের নিরাপদ প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হয়।
অনুষ্ঠান শুরুতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে এক মিনিট নীরবতা পালন এবং স্মরণসভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. মনিরুজ্জামান হেলালি।