শেখ মোসলেম আহম্মেদ,কলারোয়া : “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে দশটায় কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কর্তৃক জাতীয় ও সমবায় এর পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের শুভ সূচনা করা হয়।
এরপর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেষ কুমার দাশ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলার সাবেক সমবায় কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর। সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন আলতাফ হোসেন, তবিবর রহমান, মনোয়ারা বেগম। এ সময় উপজেলার বিভিন্ন সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদান রাখায় পাঁচটি সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ