বাবলা আহম্মেদ, কালিগঞ্জ ব্যুরো : “সমবায়ে গড়ছি দেশ ,স্মার্ট হবে বাংলাদেশ” সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে সরকারী কমিশনার (ভ‚মি ) মোঃ আজহার আলী সভাপতিত্বে সার্বিক সমবায় সহকারী পরিচালক রবীন্দ্র বাসাড়ের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহিলা দিপালী রানী ঘোষ, উপজেলা সমবায় অফিসার এস এম আকরাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন, নবদ্বীপ কুমার, কৃষ্ননগর ইউনিয়নের সমবায় সমিতির নির্বাহী পরিচালক মোঃ আলমগীর হোসেন, সাইফুল বারী সফু, কালিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, আনোয়ার হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য ফজলুল হক, আল ইমন আহমেদ প্রমূখসহ বিভিন্ন এলাকা থেকে সমবায় সমিতির শত শত ব্যক্তিবর্গ মানুষ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ মহিদুল ইসলাম বাদশা ও গীতা পাঠ করেন শিশু নবনীতা সরকার।