আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পুলিশিং ডে উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আশাশুনি থানা হতে থানা পুলিশের একটি বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী। এ সময় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম। সমাবেশে এস.আই, এ.এস.আই সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।