ই. এইচ সুজন, কুল্যা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় উন্নয়ন প্রচেষ্টার সদস্য পর্যায়ে দক্ষতা বাড়াতে অনাবাসিক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বাহাদুরপুর গ্রামে উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও ইইউ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় সদস্যের জীবন মান উন্নয়নের লক্ষ্যে উচ্চ মূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রথম অধ্যায় শেষে উন্নয়ন প্রচেষ্টার কুল্যা শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুর ইসলাম রিপনের সভাপতিত্বে মাঠ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার প্রজেক্ট অফিসার মেহেদী হাসান, উপজেলা কো-অর্ডিনেটর হাসিবুর রহমান, কারিগরি কর্মকর্তা বশিরুল ইসলাম, সহকারি কারিগরি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবীর, প্রোগ্রাম অফিসার আলামিন হোসেন প্রমুখ।
সফল উদ্যোক্তা ও খামারিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জিল্লুর রহমান ও দীপিকা রানী ঘোষ। অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার সকল সদস্যদের অনাবাসিক সবজি চাষ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ও উপস্থিত ৮০জন সদস্যের সকলকে ড্রাগন গাছের চারা প্রদান করা হয়।