নিজস্ব প্রতিনিধি : বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনের নেতৃত্বে রবিবার সকাল ১০ টা থেকে শহরের খুলনারোড মোড়ে বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের উক্ত অবস্থান কর্মসূচি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্র্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। র্কসূচিতে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতী, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সুকান্ত সরকার, মৃনাল মন্ডল, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রিয়াদ রহমান, আসিফ রহমান, সিটি কলেজ ছাত্রলীগ নেতা রানা, পলিটেকনিক ইন্সিটিউট ছাত্রলীগ নেতা আজিবর রহমান, পৌর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান, হৃদয়, রনি, সাকিব, রাব্বি, আব্দুস সালাম প্রমুখ।