নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারি টিম। রবিবার সকাল থেকে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমনা আইরিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ও পলাশ আহমেদ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সমন্বয়ে গঠিত একটি দল সাতক্ষীরা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সাতক্ষীরা শহর ও ভোমরা স্থল বন্দর অভিমুখে অভিযান পরিচালনা করে।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, শহরের সংগীতা মোড়, ইটাগাছা মোড়, আলীপুর, ভোমরা বন্দর, মেডিকেল মোড়, বাইপাস, লাবসা মোড়, কদমতলা বাজার, খুলনা রোড় মোড় পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে দেখা যায়, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক। নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে এবং দক্ষতার সাথে এলাকার নিরাপত্তা নিশ্চিত করছে, যা সম্ভাব্য বিশৃঙ্খলার প্রতিবন্ধক হিসেবে কাজ করেছে। জেলার প্রধান সড়কগুলোতে কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই ট্রাক ও পণ্যবাহী যানবাহনসহ অন্যান্য যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রয়েছে এবং যানজট বা বিলম্বের কোনো খবর নেই।