ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের বিশেষ টহল জোরদার করা হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ টহল জোরদার করা হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে কালিগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অফিস সংলগ্ন উপজেলা মোড় সহ বিভিন্নস্থানে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ টহল দিচ্ছে। বিশেষ টহল /মহড়ার কর্তব্যরত দায়িত্বে ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আসাদুজ্জামান, শ্যামনগর থানা পুলিশ এবং সাতক্ষীরা ৭ ব্যাটেলিয়ানের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ানের একটি দল।