তাপস সরকার, তালা : সাতক্ষীরা তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজন বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ^াস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সহ-সভাপতি পিএম গোলাম মোস্তফা, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোজাফফর রহমান, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মোঃ শহীদুল ইসলাম খান, মীর মহাসিন হোসেন, কাজী মারুফ প্রমুখ।