এএফএম মাসুদ হাসান : সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়। ৬ নভেম্বর২৩ সকাল ১০ টায় সি সি ডি বি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক এবং প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা।
উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থি ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রোগ্রাম অফিসার নীলিমা রানী, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারবৃন্দ প্রমূখ। প্রধান প্রশিক্ষক বসত বাড়িতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক এবং রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদানকরেন।
প্রশিক্ষণ শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ড এর ২০ জন কৃষকদের মাঝে বিভিন্ন জাতেরশাক/সবজি বীজ যেমন: লালশাক, লাউ, মিষ্টিকুমড়া, মরিচ, টমেটো, পাশাপাশি, জৈব সার, বস্তা নেট, এবং রাসায়নিক সার বিতরণকরা হয়। প্রধান অতিথি সকল কৃষককে অভিযোজিত কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার আহŸান জানান, যাতে করে সবাই লবণাক্ত মাটিতে কৃষি কাজ করে জীবন জীবিকার উন্নয়ন ঘটাতে পারে।