কালিগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার সকাল ১০ টার সময় কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুলের হল রুমে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একে ফজলুল হক সরদার। সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি আহŸায়ক কমিটির সভাপতি রহিমা সুলতান বুশরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কালিগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হোসাইন, কালিগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ শেখ মেহেদী হাসান সুমন কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভীন, এ্যড,মোজাহার হোসেন কান্টু, কৃষ্ণনগর আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ, কৃষ্ণনগর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু তপন কুমার রায়, আলহাজ্ব স ম আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী সহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুলে আহবায়ক বক্তব্য রাখেন তিনি বলেন কোন শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে আসলে ফোন সিস করে নিতে বলেন। অভিভাবক সদস্যরা বক্তব্য রাখেন বাবু সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক ইয়াছিন আলী, শিক্ষক মিজানুর রহমান, আসফারুকুজ্জামান, ডা কামাল হোসেন, ডা আয়ুব হোসেন, বন্ধন পরিচালক আলমগীর হোসেন,শিক্ষক ও সাংবাদিক আফজাল হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক কে,এম রওশান আলী, ফজের আলী গাজী, সাবেক মেম্বার আব্দুর রহমান মোল্লা, কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুলে সাবেক ভারপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম, কৃষ্ণনগর মহিলা যুব লীগের সভাপতি শ্যামলী রানী, কৃষ্ণনগর মুক্তিযুদ্ধার কমন্ডার ও সাবেক শিক্ষক টি,এম গোলাম মহিউদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল।