তারিকুশ সারাফাত, মথুরেশপুুর (কালিগঞ্জ) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুদলী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা: জি এম আব্দুল সালাম মাদ্রাসা প্রতিষ্ঠিতা, দুদলী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অভিভাবক সমাবেশে মাদ্রাসায় পড়ুয়া সকল ছাত্র-ছাত্রীর পিতা ও মাতারা উপস্থিত হন। অভিভাবক সমাবেশে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি জি এম মইনুদ্দিন আহমেদের সভাপতিত্বে, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শেখ মনজুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। ইসলামী ফাউন্ডেশন এর কালিগঞ্জ উপজেলা সুপারভাইজার আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মথুরেশপুর ইউনিয়নের (০৮) নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য জি এম ইলিয়াস শাহ (সোনালী) সাংবাদিক জি এম মামুন, প্রভাষক মেজবাউল হক (মিলন) জি এম শফিকুল ইসলাম (শফি), পিয়ার আলী, জিএম মিজানুর রহমান (মুকুল) হাফেজ মোঃ বাবর আলী, জিএম আসাদুজ্জামান (সুমন) এছাড়া গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন তিনি তার বক্তব্য এলাকার সকল কোমলমতি শিশুদের মাদ্রাসায় প্রাক – থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ভর্তি সহ দিনের পথে আনার জন্য অভিভাবকদের উদ্বৃত্ত করেন। মাদরাসা অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে কর্তৃপক্ষের নির্দেশে সকল দায় দায়িত্ব পালন করেন অফিস সহায়ক জিএম জোবায়ের হোসেন।