মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ঝাউডাঙ্গায় ব্রি-ধান-৮৭ নমুনা প্লটের শস্য কর্তন প্রদর্শন

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ৭, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

এন.হুদা, ঝাউডাঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের সফল কৃষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস (মিলন) এর কৃষি জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ব্রি-ধান ৮৭ এর প্রদর্শনী প্লটের শস্য কর্তন প্রদর্শন করেন। ৭ নভেম্বর মঙ্গলবার নমুনা শস্য কর্তন পরিদর্শন করেন খামার বাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির।

তিনি বলেন ব্রি-ধান ৮৭ আমন মৌসুমে চাষ করার জন্য উদ্ভাবিত নতুন জাত। এই ধানের জীবনকাল ১২০-১২৫ দিন। এই ধান গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। হেক্টর প্রতি এই ধান ৭ টন ফলন পাওয়া সম্ভব। জীবনকাল অল্প দিন হওয়ায় কৃষক অতিদ্রæত ফসল ঘরে তুলতে পারে। এবছর সাতক্ষীরা জেলার ৮৮৭৬৮হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।

তারমধ্যে ১৪১৮৫ হেক্টর জমিতে ব্রি-ধান ৮৭ রোপন করা হয়েছে। এই ধানের জাত উদ্ভাবনের মূল লক্ষ্য – জীবনকাল অল্প দিন হওয়ায় কৃষক এই ধানের ফলন দ্রæত ঘরে তুলতে পারে।কৃষক একই জমিতে দ্রæত তেল জাতীয় ফসল লাগাতে পারে। নমুনা শস্য কর্তন পরিদর্শনের পাশাপাশি তিনি একটি পারিবারিক পুষ্টি বাগান ও পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার , উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব এবং ঝাউডাঙ্গা বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক আব্দুল কুদ্দুস মিলন ও তার স্ত্রী রেশমা আক্তারসহ গোবিন্দকাটি এলাকার শতাধিক কৃষক কৃষানী।

সর্বশেষ - সাতক্ষীরা সদর