এন.হুদা, ঝাউডাঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের সফল কৃষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস (মিলন) এর কৃষি জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ব্রি-ধান ৮৭ এর প্রদর্শনী প্লটের শস্য কর্তন প্রদর্শন করেন। ৭ নভেম্বর মঙ্গলবার নমুনা শস্য কর্তন পরিদর্শন করেন খামার বাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির।
তিনি বলেন ব্রি-ধান ৮৭ আমন মৌসুমে চাষ করার জন্য উদ্ভাবিত নতুন জাত। এই ধানের জীবনকাল ১২০-১২৫ দিন। এই ধান গাছের গড় উচ্চতা ১২২ সেন্টিমিটার। হেক্টর প্রতি এই ধান ৭ টন ফলন পাওয়া সম্ভব। জীবনকাল অল্প দিন হওয়ায় কৃষক অতিদ্রæত ফসল ঘরে তুলতে পারে। এবছর সাতক্ষীরা জেলার ৮৮৭৬৮হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।
তারমধ্যে ১৪১৮৫ হেক্টর জমিতে ব্রি-ধান ৮৭ রোপন করা হয়েছে। এই ধানের জাত উদ্ভাবনের মূল লক্ষ্য – জীবনকাল অল্প দিন হওয়ায় কৃষক এই ধানের ফলন দ্রæত ঘরে তুলতে পারে।কৃষক একই জমিতে দ্রæত তেল জাতীয় ফসল লাগাতে পারে। নমুনা শস্য কর্তন পরিদর্শনের পাশাপাশি তিনি একটি পারিবারিক পুষ্টি বাগান ও পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা প্লাবনী সরকার , উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবু তালেব এবং ঝাউডাঙ্গা বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আফজাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক আব্দুল কুদ্দুস মিলন ও তার স্ত্রী রেশমা আক্তারসহ গোবিন্দকাটি এলাকার শতাধিক কৃষক কৃষানী।