এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলার ১৪ নং স্মার্ট ফিংড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড বালিথার পূর্বপাড়া বহুদিনের অবহেলিত ও অত্র এলাকাবাসীর স্বপ্ন এবং বহু কাঙ্খিত রাস্তাটির পিচি ঢালা কাজ উদ্বোধন করলেন ১৪ নং স্মার্ট ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান।
ঠিকাদার কবির জানান ফিংড়ী ইউনিয়নে বালিথা গ্রামের শহিদুলের মোড় থেকে বড়খামার পিচির রাস্তা পর্যন্ত দৈর্ঘ্য ১৫ শত ১০ মিটার রাস্তাটি ১ কোটি ১৬ লাখ ৫৬ হাজার ৫০৫ টাকা বরাদ্দ হয়েছে।গতকাল মঙ্গলবার রাস্তাটি পিচের কাজ উদ্বোধন করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াকুব হোসেন, উপ-প্রকৌশলী আব্দুল আলিম, সাংবাদিক ও ইউপি সদস্য মো. আরশাদ আলী, ঠিকাদার কবির হোসেন, ইমরান হোসেন, লাবসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডর সাবেক ইউপি সদস্য জামির হোসেন, আব্দুর রাজ্জাক, আনারউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উৎসুক জনতা।