দেবহাটা ব্যুরো : দেবহাটা ইউনিয়নের নবাগত সি ডি ও মোমেনা খাতুন কে আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকাল তিনটায় টাউন শ্রীপুরে হাইস্কুল হলরুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সি ডি ও মোমেনা খাতুন, গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম, সদস্য আবুল কাসেম কাজল, রবিউল ইসলাম শিশু ফোরামের সভাপতি রাকেশ।
সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, আমরা আমাদের গ্রামের অসহায় দুস্থ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব, যাতে আমাদের গ্রামের হতদরিদ্র অতি সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত না হয়, এ কারণে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সকল সদস্য ও শিশু ফোরামের সদস্য বৃন্দ।