বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলা বুধহাটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহসম্পতিবার বিকালে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য আবু সাঈদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোট চেয়ে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাতক্ষীরা ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন বাংলাদেশের এমন কোন সেক্টর নেই, যেখানে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছোয়া পৌছায়নি।
দেশ আজ তলা বিহীন ঝুড়ি থেকে শেখ হাসিনা সরকার ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের রোল মডেলে পরিনত করেছে। দেশের টাকায় শেখ হাসিনা সরকার নির্মান করেছেন পদ্মা সেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল, উড়াল রেল, একাধিক ফ্লাইওভার সহ অসংখ্য ব্রিজ। প্রত্যেক উপজেলায় মুসলিম উম্মার জন্য তৈরী করেছেন একটি করে মডেল মসজিদ, অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে দিয়েছেন বিনা মূল্যের ভিডিডি কার্ড, নির্বাচনী প্রতুচ্ছুতি অনুযায়ী দিয়েছেন একেবারেই স্বল্প মূল্যের রেশন কার্ড ও টিসিবি কার্ড, গর্ববর্তী মায়েদের জন্য দিয়েছেন গর্ববর্তী কার্ড, শিশুদের জন্য দিয়েছেন বিনা মূল্যে শিশু খাদ্য ও শিশু কার্ড, শিক্ষার্থীদের জন্য দিয়েছেন পহেলা জানুয়ারীতে নতুন বই উৎসব।
তিনি আর বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্রার গতিতে এগিয়ে চলেছে। কিন্তু এক শ্রেণির মানুষ দেশকে আবারও ঐ রাজাকার আল বদর পাকিস্থানী হানাদার বাহিনীর হাতে তুলে দিতে চায়। জ্বালাও পোড়াও করে শান্ত দেশকে অশান্ত করে তুলতে চায়। আমরা চাই উন্নয়ন, আমরা আর জ্বালাও পোড়াও, মানুষ হত্যার রাজনীতি চাই না।
তাই আগামী নির্বাচনে দেশের উন্নয়নের অগ্রযাত্রাতে চলমান রাখতে সকলকে দেশের স্বার্থে আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করার আহবার রাখেন সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা জিএম বাপ্পী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ ব ম মোছাদ্দেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিকাইল ইসলাম, ইউপি সদস্যা দোলন খাতুন, বুধহাটা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুবলীগ সভাপতি এজদান আলী, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ফারুক হোসেন ঢালী, আশরাফ হোসেন, রুবেল হোসেন, বুধহাটা কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি সদস্য রেজওয়ান আলী, বুধহাটা যুব কিশোর সংসদ সাধারণ সম্পাদক আবু সাঈদ, যুবলীগ নেতা কাইয়ুম হোসেন ডালিম, শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের মাঝে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের স্বচিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন।