কলারোয়া প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এম,পি মহোদয়ের আগামী ১৩ নভেম্বর খুলনায় আগমন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ই নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবহায়ক স ম সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল, এসএম মারুফ হোসেন তানভীর, ইমরান হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুমুজ্জমান, সাংগাঠনিক সম্পাদক মোস্তক, যুবনেতা সরোয়ার হোসেন, নাইস হোসেন ও রুবেলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ প্রমুখ।