শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া সরকারী কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারী কলেজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এবং বর্তমান অধ্যক্ষ ও শিক্ষকদের সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪ সালের ১৩ এপ্রিল সুবর্ণ জয়ন্তী উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়।
এ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামানকে আহবায়ক ও কলারোয়া সরকারী কলেজের এক্স স্টুডেন্ট সোসাইটির সভাপতি ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামানকে সদস্য সচিব করে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
এই দুই সদস্য বিশিষ্ঠ কমিটি সকলের সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ ও বিভিন উপ-কমিটি গঠন করবেন। অনুষ্ঠানে পরিবারের সদস্য অর্ন্তভূক্ত করা যাবে। রেজিষ্ট্রেশন ফি প্রাক্তন শিক্ষার্থদের জন্য ১৫০০ টাকা, স্বামী বা স্ত্রীদের জন্য ১০০০ টাকা ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকলের অংশগ্রহণের সুবিধার্থে অনলাইন রেজিষ্ট্রেশন ও ফি দেওয়ার ব্যবস্থা থাকার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অধ্যাপক আব্দুল মজিদ, কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, ব্র্যাক ব্যাংকের সিনি: ভাইস-প্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক ভিপি চেয়ারম্যান স ম মোরশেদ, আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক, এনজিও কর্মী আমিরুল ইসলাম, এ্যাড. আব্দুল্লাহেল হাবিব, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, এ্যাড. কামাল রেজা, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনসহ বিপুল সংখ্যক সাবেক কলারোয়া সরকারী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।