ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বঙ্গবন্ধু আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাতক্ষীরা (০৪) আসনের এমপি এস এম জগলুল হায়দার কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান উপলক্ষে জারী গান অনুষ্ঠিত হয়।
১০ ই নভেম্বও (শুক্রবার) বিকাল ৪ টার সময় কৃষ্ণনগর এলাকার সোতা গ্রামের বঙ্গবন্ধু আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাঠে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন।
প্রধান অতিথি এস,এম জগলুল হায়দার এমপিকে ক্রেস্ট হাতে তুলে দেন মোস্তফা কবিরুজ্জামান মন্টু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, কালিগঞ্জ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন (ছোট), কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবার কবির, এছাড়া বীর মুক্তিযোদ্ধারা,আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য রাখেন এস এম জগলুল হায়দার তিনি বলেন দেশের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষার আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেওয়ার কথা বলেন, মাষ্টার নরিম আলী মুন্সী, আকবার কবির, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, কৃষ্ণনগর ইউনিয়ন রাশেল শ্রতি সভাপতি মনিরুল ইসলাম, সাতক্ষীরা জেলার যুব মহিলা লীগের সহ সভাপতি শ্যামলী রানী। বক্তব্য শেষে জারী গান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাবু তপন কুমার রায়।