শেখ মোসলেম আহম্মেদ,কলারোয়া : কলারোয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটির আবারও সভাপতি শেখ মোসলেম আহম্মেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষ্যে রোববার সকালে কলারোয়া সরকারী কলেজ বাসস্টান্ড সংলগ্ন বিশ্বাস মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়।
কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, কলারোয়া প্রেসক্লাব ১৯৮০ সালে প্রতিষ্ঠিত। এরপর থেকে গঠনতন্ত্র মোতাবেক প্রতি দুই বছর পরপর কমিটি গঠন করা হয়। কলারোয়া প্রেসক্লাবের বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় বিগত ২০২১ সালের ২৯ অক্টোবর। শপথ গ্রহন করা হয় ৩ ডিসেম্বর। সে অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২ (দুই) ডিসেম্বর।
প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১ মাসের মধ্যে নির্বাচন বা সাধারণ সভায় সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করতে হবে। সে মোতাবেক সভাপতির অনুমতিক্রমে রোববার (১২ নভেম্বর) সকালে নব গঠিত কমিটি গঠন উপলক্ষ্যে এক সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সদস্যদের জানানো হয়।
এক পর্যায়ে দীর্ঘ সময় আলাপ-আলোচনার মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সমঝোতায় আবারও বাংলাদেশ বুলেটিন ও সাতক্ষীরার সকালের প্রতিনিধি শেখ মোসলেম আহম্মেদ এবং দৈনিক সংবাদ ও পত্রদূতের প্রতিনিধি আব্দুর রহমানকে সভাপতি-সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তা সদস্যরা হলেন-সহ-সভাপতি দৈনিক কল্যাণ ও শেষ সংবাদের প্রতিনিধি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কালের চিত্রের প্রতিনিধি সোহাগ মেহেদী, সাংগঠনিক সম্পাদক সু-প্রভাত সাতক্ষীরার প্রতিনিধি মাসুদ রানা, অর্থ সম্পাদক এই আমার দেশ ও খুলনা অঞ্চলের প্রতিনিধি সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক দেশের কণ্ঠের প্রতিনিধি দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক পর্যবেক্ষনের প্রতিনিধি রেজাউনুল ইসলাম রাব্বী, প্রচার সম্পাদক গড়ব বাংলাদেশের প্রতিনিধি আল আমিন গাজি, কার্যনির্বাহী সদস্য দৈনিক অনির্বানের প্রতিনিধি গোলাম রহমান, দৈনিক দৃষ্টিপাত ও সমকালের প্রতিনিধি আনিছুর রহমান, ভোরের আকাশ ও সাতনদীর প্রতিনিধি মাহমুদ আল ইমরান সরদার, সুপ্রভাত সাতক্ষীরার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সদস্য দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি তাফিমুল ইসলাম, নিউজ টাইমের প্রতিনিধি রেজাউল ইসলাম, দৃষ্টিপাতের খোরদো প্রতিনিধি আলী হোসেন ও বেনাপোল টিভি’র প্রতিনিধি আহাস আলী।