শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল থেকে বের হয়ে যশোর-সাতক্ষীরা সড়ক দিয়ে ইউরেকা পেট্রোল পাম্প ঘুরে পুররায় হাসপাতালে এসে শেষ হয়।
পরে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. কামাল রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার আহসান হাবিব, অপসোনিন কোম্পানির প্রতিনিধি রাকিব হোসেন, হেলথ কেয়ারের প্রতিনিধি রাকিব হোসেন, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আুির রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, আক্তারুল ইসলাম, হাসপাতালের ম্যানেজার বদরুল ইসলাম,সাংবাদিক আরিফ চৌধুরী, মরতুজা, জাহাঙ্গীর হোসেন, শিক্ষক মিজানুর রহমান, টিটু, মাসুদ, শামসুর রহমান, অফিস স্টাফ নুরজাহান ও ফিরোজা পারভীন।