নিজস্ব প্রতিনিধি : চিংড়িতে জেলী পুশ করার অপরাধে দেবহাটায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যক্তিকে আটক করে ৩ মাস কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির এঁর নির্দেশে ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল এর নির্দেশনায় মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন’র নেতৃত্বে দেবহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় দুই জন মৎস্য ব্যবসায়ী ও সহযোগী ১০ জন নারী শ্রমিক কে আটক করা হয়। অভিযানে জেলী পুশকৃত ৩০০ কেজি চিংড়ী ও ১৫০ কেজি ভাল চিংড়ি হাতে নাতে আটক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় মূল আসামি কে ৩ মাসের কারাদন্ড ও ২০০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কে ১০ দিনের জেল দেয়া হয়। নারী শ্রমিকদের মুচলেকা সহ স্থানীয় মেম্বার এর জিম্মায় দেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পুশকৃত চিংড়ি ট্রাক চাপায় বিনষ্ট করে মাটি চাপা দেয়ার নির্দেশ দেন। সমাজসেবা উপপরিচালককে অবহিত করে ভাল চিংড়ি বাঁকালে একটি এতিমখানায় পাঠানো হয়।