ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নারী নেত্রীবৃন্দের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মুড়াগাছা হরিহরনগর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রলীগ নেত্রী সখিনা বেগম।
জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য নাজমুন আসিফ মুন্নি, নারী নেত্রী মেহেরুননেছার উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেকউদ্দীন, সাংগঠনিক সম্পাদক আাতাউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুব্রত ঘোষ, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আমিনুর রহমান।
উঠান বৈঠকে নেত্রীবৃন্দ গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। নেত্রীবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।