উন্নতরাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ১৫ নভেম্বর ২০২৩ বুধবার বেলা ১১টায় তালা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় হল রুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন,তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০৪১ সালের উন্নত রাষ্ট্র গঠনেএবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেআমাদেরকে স্মার্ট সিটিজেনহিসেবেগড়ে উঠতে হবে।
প্রত্যেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মিশন ও ভিশন স্থির করে সকলকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য তুলেধরে স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক অচিন্ত্য সাহা। নারী সমাবেশ অনুষ্ঠানে দেড় শতাধিক নারীর অংশ গ্রহণে উন্নতরাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিত করণ, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অংশ গ্রহণ কারীদের মধ্য হতে বক্তব্য প্রদান করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নতুল ফেরদৌস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান। (প্রেস বিজ্ঞপ্তি)