সুব্রত গোলদার (খাজরা) আশাশুনি প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনির খাজরা ইউনিয়নে ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম পুলিশ,ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা কর্মীদের সমন্বয়ে ইউনিয়নের সার্বিক আইন শৃংখলার পরিবেশ সুষ্ঠু ভাবে বজায় রাখার স্বার্থে এক আইন শৃংখলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিমের সভাপতিত্বে এ আইন শৃংখলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় ইউপি সদস্য খায়রুল ইসলাম,রামপদ সানা,হাসমত ঢালী,দফাদার গোলক বিহারী রায়,গ্রাম পুলিশ সনাতন সরদার, ফয়সাল গাজী,মিজানুর গাজী,শহিদুল ইসলাম,যুবলীগ নেতা আনারুল ইসলাম,সাইফুল ইসলাম কাজল,সাবেক ইউপি সদস্য কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশীল ঘোষনা হওয়ার পর থেকে নির্বাচন সমাপ্ত পর্যন্ত খাজরা ইউনিয়নে স্বাধীনতা বিপক্ষের কোন ব্যক্তিকে ইউনিয়নে কোন ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। ইউনিয়নের আইন শৃংখলা বজায় রাখার স্বার্থে গ্রাম পুলিশদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা জানার সাথে সাথে আশাশুনি থানা প্রশাসনকে জানাতে হবে। এ আইন শৃংখলা বিষয়ক কর্মশালায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সকলের সজাগ দৃষ্টি আকর্ষন করা হয়।