কালিগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করায় সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় নির্বাচন কমিশনকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণা পর পরেই নলতায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা(০৩)আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক এমপি আনন্দ মিছিল করে।
আনন্দ মিছিলে সাতক্ষীরাসহ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতা-কর্মী অংশ নেন। এসময় ডা. রুহুল হক এমপি বলেন, তফসিল ঘোষণা করায় সাতক্ষীরায় আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ¡সিত। আমরা এখনো আশা করি, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সর্বাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে বিজয়ী করবে।
এছাড়া কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট) নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ শত শত মোটরসাইকেল শোভোযাত্রা সহ আনন্দ মিছিল বের করা হয়।
মোটরসাইকেল র্যালি ও আনন্দ মিছিল শেষে এনামুল হক ছোটর আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ধলবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, ফিফা রেফারি ও আওয়ামী লীগ নেতা উজ্জীবনী ইনস্টিটিউ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, সাবেক জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নুরুজ্জামান জামু, লতিফুর রেজা লাভলু, আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরুজ্জামান খোকনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।