বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দেবহাটায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ক ওরিয়েন্টেশন

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৬, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নারীর সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে উত্তরণের ইয়ুথ ইম্পাওয়ার্ড প্রোজেক্টের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগীতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার এসআই সেলিম রেজা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা ইমাম সমিতির সভাপতি সভাপতি আব্দুস সত্তার, ইউপি সদস্য ফরিদা পারভীন প্রমুখ। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য ফতেমা খাতুন, ইয়ুথ ইম্পাওয়ার্ড প্রোজেক্টের প্রোগ্রাম অফিসার আবু এমরান হোসেন, টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, এমিনি অফিসার আইরিন স্টিফেন, সিএফ রাকিব হোসেন শামিম, এসসিএফ নাজমুস সাকিব সহ ইয়ুথ লিডার, ধর্মীয় নেতা, আইন প্রেয়োগকারী সংস্থা, গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে সম্মলিত প্রচেষ্টার কথা তুলে ধরা হয়। এছাড়া বাল্যবিবাহ বিভিন্ন অপরাধ সৃষ্টি করে বলে বক্তারা চিহ্নিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি সেবা ৯৯৯ বা ১০৯ এ কল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়। এছাড়া গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করে নারী সুরক্ষা প্রদান করার পরামর্শ দেওয়া হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত