দেবহাটা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বর্ধিত সভা করেছে দেবহাটা উপজেলা কৃষকলীগ। বৃহষ্পতিবার (১৬ নভেম্বর) বেলা ৩টায় উপজেলার ঈদগাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষকলীগের আহবায়ক সখিপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রব লিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব হুমায়ুন কবির হীম। সভায় কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল গফুর, এমএ মামুন, আব্দুল্যাহ সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।