নিজস্ব প্রতিনিধি: জামায়াত-বিএনপির চলমান সহিংসতার রাজনীতি রাজপথে থেকে মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বুধবার (১৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন আ’লীগের আয়োজনে ইউনিয়নের সুপারিঘাটা এলাকায় অনুষ্ঠিতব্য উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, সাধারণ জনগণ জামায়াত বিএনপির হত্যার রাজনীতি ঘৃর্ণার সাথে প্রত্যাখান করেছে। একারনে জামায়াত-বিএনপি দফায় দফায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিলেও সাধারণ জনগণ সেটাতে সাড়া দিচ্ছেনা। তবে জামায়াত-শিবির যাতে জনগণের জানমালের ক্ষতি না করতে পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের রাজপথে থেকে তাদের প্রতিহত করার আহবান জানান তিনি।
এর আগে ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ-সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজাবুর রহমান বাবুসানার সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যার কোহিনুর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, রেজাউল ইসলাম রেজা প্রমুখ।