বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

৭২ কেজি সোনা উদ্ধার মামলায় ৩জনের ফাঁসি, ২জনের যাবজ্জীবন ও ৪জনের ২০ বছর কারাদন্ড

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৬, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ

শহিদ জয় যশোর : যশোরের শার্শা সীমান্ত থেকে বহুলালোচিত ৭২ কেজি সোনা উদ্ধারের মামলায় তিনজনের মৃত্যুদন্ড, দুই ভারতীয় নাগরিকের যাবজ্জীবন ও অপর ৪ আসামির ২০ বছর করে সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুর ২টায় যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ রায় দেন।

রায় প্রদানকালে দন্ডিতদের মধ্যে ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সরকার পক্ষের আইনজীবী মোঃ আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুদÐ প্রাপ্তরা হলেন ,যশোরের শার্শার শিকারপুর গ্রামের পশ্চিমপাড়ার তোফাজ্জেল হোসেন তরফদারের ছেলে মহিউদ্দিন তরফদার,জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম, নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেরে মুজিবুর রহমান। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন : ভারতীয় নাগরিক ভারতের গোকর্ন গ্রামের মাঝের পাড়ার আলী হোসেন সরদারের ছেলে মাসুদ রানা, ২৪ পরগনা জেলার বাগদা থানার গাংগুলিয়া গ্রামের নুর জালাল মন্ডল।

২০ বছরের সাজাপ্রাপ্তরা হলেন ,শার্শার আব্দুল মোমিনের ছেলে ইমরান হোসেন, আব্দুল কাদেরের ছেলে রুবেল হোসেন, রামচন্দ্রপুর গ্রামের নওসাদ আলীর ছেলে কবির হোসেন ও ওরফে মেছের আলীর ছেলে এবং যশোরের শার্শার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা শফিকুল মন্ডল ওরফে মোল্যা ওরফে লিদু। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৯ আগস্ট রাতে শার্শার শিকারপুর বিজিবি ক্যাম্পের সদস্য হাবিলদার মুকুল হোসেন নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একদল চোরাকারবারী সোনা নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবে। এরপর তারা নারিকেলবাড়িয়া গ্রামের সীমান্ত পিলারের পাশে অবস্থান নেন।

রাত ১০টার দিকে কয়েকজন লোক নারিকেলবাড়িয়া মাঠের মধ্য দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় মহিউদ্দিন নামে একজনকে আটক ও দুইজন ব্যাগ ফেলে পালিয়ে যায়। মহিউদ্দিনের কাছে থাকা ব্যাগ থেকে ২২৪ পিস সোনার বার ও ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে ৪০০ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৭২ কেজি সাড়ে ৪শ’ গ্রাম। পরদিন শিকারপুর বিওপির বিজিবির হাবিলদার মুকুল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে চোরাচালান দমন আইনে শার্শা থানায় মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।

এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে সোনা চোরাচালানের সাথে জড়িত থাকায় ঐ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এ মামলায় মহিউদ্দিন তরফদার শান্তি, জাহিদুল ইসলাম ও মুজিবুর রহমানকে মৃত্যুদন্ড ১০ হাজার টাকা করে জরিমানা, ভারতীয় নাগরিক মাসুদ রানা ও শফিকুল মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ৬ মাসের কারাদন্ড এবং সাফি, ইমরান হোসেন, কবির হোসেন ও রুবেল হোসেনকে ২০ বছর করে সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদÐের আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের এপিপি মো আসাদুজ্জামান বলেন, যশোর অঞ্চলের এ যাবৎ সবচেয়ে বড় সোনা চালানের মামলায় দৃষ্টান্তমূলক রায় হয়েছে। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তষ্ট। এদিকে রায়ের খবরে সাজাপ্রাপ্ত আসামীদের স্বজন ও আসামিদের আদালতে আহাজারি করতে দেখা গেছে। স্বজনেরা রায়ে ক্ষোভ প্রকাশ করে বলেন এই রায়ে তারা অসন্তষ্ট। তারা উচ্চ আদালতে যাবেন। আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম শান্তি বলেন, সরকার যে দ্রæত বিচার ব্যবস্থা কার্যকর করেছে, এতে বিচারকরা সঠিকভাবে মামলা তদন্ত করতে পারছে না। ফলে আসামীপক্ষ প্রকৃত রায় থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই রায়ের বিপক্ষে আপিল করবো।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ওয়াপদা বেঁড়িবাধে উপড়ে পড়ছে ব্লক : আতঙ্কে কৈখালীবাসী

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা

দেবহাটা উপজেলা শাখার সাহিত্য পরিষদের আলোচনা সভা

মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজাহার আলী শাহীনের স্মরণে শোক সভা

দেবহাটার প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

বন্যার্তদের জন্য সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটসের তহবিল সংগ্রহ

মুজিবনগর দিবসে এমপি রবির পক্ষ থেকে বঙ্গবন্ধুসহ সকল শহিদদের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধাঞ্জলি

জমি নিয়ে বিরোধ সংক্রান্তে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আশাশুনির বাহাদুরপুর খাল খননের মাটি দিয়ে কৃষি জমি নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা এবং আবৃত্তি