অহিদুজ্জামান খান : ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৈরী আবহাওয়ার মধ্যেও সাতক্ষীরা পৌর দিঘিতে হয়ে গেল সৌখিন মৎস্য শিকারিদের মিলনমেলা। শুক্রবার (১৭ নভেম্বর) ভোর থেকেই মৎস্য শিকারে মেতে ওঠেন দুই শতাধিক মৎস্য শিকারি। সাতক্ষীরা পৌরসভা আয়োজিত মৎস্য শিকার প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই ভিড় জমেছিল উৎসুক জনতার।
সাতক্ষীরা পৌরসভা সূত্র জানায়, প্রতিবছরই মাসজুড়ে এই মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়। যা চলে মাসজুড়ে। এই প্রতিযোগিতায় প্রতি সপ্তাহের শুক্রবার মৎস্য শিকারের সুযোগ পান শিকারিরা। সৌখিন মৎস্য শিকারি আরশাফ আলী বলেন, এ বছর ১২ হাজার টাকা মূল্যে টিকিট কাটেছি। মাছ পাই আর না পাই, মূলত এটা শখ পূরণের জন্য।
এক এক টিকিটে চারটি শিপ ফেলা যাবে। আমি পাকিস্তান আমল থেকেই প্রতিবছর এখানে মাছ ধরি। আমার মতো অন্যরাও শখ পূরণের জন্য টিকিট কেটে মাছ ধরেন। তিনি আরও বলেন, আবহাওয়া খারাপ হওয়ার কারণে মাছ শিপে কামড় দিচ্ছে না। এ বছর মাছ উঠছে খুব কম, সারাদিন বসে মাত্র কয়েকজন কয়েকটি ৫-৬ কেজি ওজনের মাছ পেয়েছে। বাকি এখনও শূন্য অবস্থায় আছে।