সবুজ বনায়ন, সবুজ বেষ্টনী এবং সবুজ সাতক্ষীরা গড়ে তোলার লক্ষে সাতক্ষীরা সদরের ৭ নং আলিপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা।
সাতক্ষীরা একটি উপকূলীয় অঞ্চল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সর্বউত্তম চেষ্টা করে চলেছেন শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা জেলা শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য। স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে। বর্তমানে সাতক্ষীরা জেলার ৭৮ টি ইউনিয়ন পরিষদে গাছের চারা পাঠাচ্ছেন তিনি।
তারই ধারাবাহিকতায় আলিপুর ইউনিয়ন পরিষদে শতাধিক গাছের চারা প্রদান করেছেন তিনি আলিপুর পরিষদের চেয়ারম্যান, সচিব, মেম্বর, গ্রাম পুলিশ এবং উপস্থিত এলাকা বাসির জন্য গাছের চারা প্রদান করা হয়। এলাকা বাসির মাঝে গাছের চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদরের অলিপুর ইউনিয়ন পরিষদের সচিব শরিফুল ইসলাম, ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা।
গাছ বিতরণ কালে সাতক্ষীরা সদরের ৭নং আলিপুর ইউনিয়ন পরিষদের সচিব শরিফুল ইসলাম বলেন,” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও বর্তমান সময়ে আবহাওয়ার প্রতিক‚লতা কাটাতে এবং উপক‚লীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা লক্ষে এজাজ আহমেদ স্বপন ভাই যে উদ্যোগটি নিয়েছেন সেটা একটি মহৎ উদ্যোগ, ৭নং আলিপুর ইউনিয়ন বাসির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানায়। প্রেস বিজ্ঞপ্তি