লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা রিসোর্স সেন্টারে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে বুধবার ৩ দিনের প্রশিক্ষণ শুরু করা হয়। ১৫ তম ব্যাচে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।