শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

স্মার্ট সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখেন কর্মবীর এজাজ আহম্মেদ স্বপন

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৮, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ

সকাল রিপোর্ট : ছাত্র জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে আধুনিক সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখতেন শেখ এজাজ আহমেদ স্বপন। পরিবারের রাজনৈতিক যোগসূত্রতা থেকে শুরু হয় পথচলা। সেই থেকে এখনও থামেনি তার আধুনিক সাতক্ষীরা গড়ার জন্য ছুটে চলা।

আধুনিক সাতক্ষীরা গড়তে কখনো পিছপা হননি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। ২০০০ সালের প্রলয়ংকারী বন্যায় রুটি বেলা প্রকল্প থেকে তিনি জনগণের পাশে আছেন।কোভিড-১৯ পরিস্থিতিতে করোনার নি¤œ আয়ের মানুষের মাঝে তার গড়ে তোলা সেঞ্চুরি একাডেমীর মাধ্যমে তাদের দিকে হাত বাড়িয়ে দেন।

প্রতিদিন শহর জুড়ে হাজারেরও অধিক পরিবারের মাঝে সবজি বিতরণ করা শুরু করেন। প্রায় তিনমাসব্যাপী চলা কার্যক্রম চালায়। এ পৌছে দিয়েছেন বাড়ি বাড়ি। এরই মধ্যে আম্ফানের আঘাতে জেলাব্যাপী ক্ষতিগ্রস্ত হয়। তখন টিন বিতরণ ও জেলাব্যাপী বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেন সাধারণ মানুষের মাঝে ও বিভিন্ন দলীয় অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করেন তিনি।

শহরের পথচারীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও পৌর এলাকার ৪৬টি মসজিদে বিনামূল্যে পানি সরবরাহ কার্যক্রম এখনও চলমান রেখেছে। জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ার পর নিজ পদের যথার্থই মূল্য করেছেন তিনি। বার বার ছুটেছেন দপ্তর থেকে দপ্তরে জেলার শিল্প ও বাণিজ্যের প্রবৃদ্ধি ও প্রসারে।

যার ফলে বসন্তপুর নৌ-বন্দর পুনরায় চালুর অনুমোদন হয়েছে। সাতক্ষীরা জেলার অর্থনৈতিক অঞ্চলের জায়গা নির্ধারণের নির্দেশনাও এসেছে। ভোমরা স্থল বন্দরকে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কর্মকাডে তার ভ‚মিকা ছিলো অপরিসীম। রাজনৈতিক পরিবারের সন্তান বাবার হাতে ধরেই রাজনীতিতে হাতেখড়ি শেখ এজাজ আহমেদ স্বপনের।

১৯৮৬ নৌকা প্রতীকের প্রার্থী মরহুম মমতাজ উদ্দীনের নির্বাচনী পোস্টার সাটানোর মধ্যদিয়ে রাজপথের রাজনীতিতে সক্রিয় হন। পরে ’৮৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ সিটি কলেজ শাখার সহ-সভাপতি নির্বাচিত হন। ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে নাম লেখান তিনি পরে উপজেলা ও জেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন (সিএন্ডএফ) আহবায়কের দায়িত্ব পালন করা কালীন সময়ে এসোসিয়েশনের ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, সুপেয় পানির ব্যবস্থা করা, ভোমরা স্থলবন্দরকে পূর্নাঙ্গ স্থলবন্দরে বাস্তবায়নে বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ, পূর্নাঙ্গ কাস্টমস্ হাউজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়য়ে চিঠি ও এনবিআরে যোগাযোগ করেছেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ার পর কাজ করছেন সাতক্ষীরা জেলায় অর্থনৈতিক অঞ্চল গঠন, বসন্তপুর নৌ বন্দর চালুর জন্য কাজ করা।

যার ফলে ইতোমধ্যেই বসন্তপুর নৌ-বন্দর অনুমোদিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে ভোমরা স্থলবন্দরে কাস্টমস্ হাউজ চালুসহ পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত হবে। অন্য দিকে সাতক্ষীরা জেলায় অর্থনৈতিক অঞ্চলের জায়গা নির্ধারণের অনুমোদন হয়েছে।

এ বিষয়ে কর্মবীর এজাজ আহমেদ স্বপন জানান, যদি সকলের সমর্থন পায় তাহলে আধুনিক সাতক্ষীরা রূপলাভে কাজ করে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে মনোনয়ন কিনেছি। সকলের কাছে দোয়া চাচ্ছি। যদি সুযোগ পান সাতক্ষীরার উন্নয়নে আরও বেশি কাজ করার প্রত্যয় তিনি ব্যক্ত করেন তিনি।

এদিকে সীমান্ত নদী ইছামতী, কালিন্দী ও কাকশিয়ালী এই তিন নদীর মোহনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকায় দীর্ঘ ৫৮বছর পর পুনরায় চালু হলো নৌ-বন্দর। ১৩ নম্বেবর খুলনার সার্কিট হাউস ময়দানের অনুষ্ঠিত আওয়ামী লীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা অঞ্চলের বিভিন্ন স্থাপনা উদ্বোধনের অংশ হিসেবে দক্ষিণাঞ্চলের মানুষের বহুপ্রতিক্ষিত এই নৌ বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন।

সাতক্ষীরা সীমান্তের ইছামতী, কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনায় অবস্থিত সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর গ্রাম। দীর্ঘ ৫৮ বছর আগেও এ গ্রামে ছিল সমৃদ্ধ নৌবন্দর। এই নৌবন্দরের মাধ্যমে ভারতের সঙ্গে বৈদেশিক বাণিজ্য হতো বাংলাদেশের। তখন বসন্তপুর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত করা যেত। এছাড়া সাতক্ষীরায় উৎপাদিত ধান, মাছ, কাঠ ও কাঠের তৈরি সামগ্রীসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হতো।

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর এই বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের আমলে বন্দরটির কার্যক্রম পুনরায় চালু করতে বিশেষ উদ্যোগ নেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। নৌ বন্দরটি পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে তাকে আহবায়ক করে বসন্তপুর নদী বন্দর বিষয়ক একটি সাব কমিটিও গঠন করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ

। সেই থেকে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের স্মৃতি বিজড়িত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকায় নৌ বন্দর পুনপ্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, সাতক্ষীরার উন্নয়নে কিছু করার তাড়না থেকে কালিগঞ্জের বসন্তপুর নৌ-বন্দরটি চালুর উদ্যোগ মাথায় আসে। এজন্য ২০২১ সালের ২৮ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে আবেদন করি। তিনি বিষয়টি বিবেচনায় নিয়ে বন্দরটি চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে নানা পরীক্ষা নিরীক্ষার পর ২০২২ সালের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ‘বসন্তপুর বন্দর’ ঘোষণা দেওয়া হয়। যা ১৩ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা উদ্বোধন করেন। বন্দরটি চালু হলে ব্যবসা-বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে। এলকার বহু বেকার মানুষের কর্মসংস্থান হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরায় বিশ্ব যক্ষ্মা দিবস পালন

কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থা’র আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শ্যামনগরে শিক্ষার গুণগত মানউন্নয়নে মতবিনিময় সভা

দেবহাটায় সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

কালিগঞ্জে সংবাদিকদের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

আলিপুর ও মহাদেবনগর ক্লাস্টারে বাংলা ও ইংরেজি অনুশীলন খাতা বিতরণে দুর্নীতির অভিযোগ

দেবহাটায় জীবন সংগ্রামে সফল ৫ নারী

শ্যামনগরে হতদরিদ্র ও এতিম প্রতিবন্ধী শিশুদের মাঝে এনএফআই কিট বিতরণ

আশাশুনিতে সনাতন ধর্ম জাগরনী সংঘের বর্ষপুর্তি