নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ২১দিনব্যাপী জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৫ম ধাপ (পুরুষ) শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ‘শান্তি- শৃঙ্খলা- উন্নয়ন- নিরাপত্তায় সর্বত্র আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার ১৪৭জন প্রশিক্ষণার্থীদের মাঝে এ সনদপত্র বিতরণ করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা প্রশিক্ষক এইচ এম ইশার আলীর সঞ্চালনায় ও আনসার ও ভিডিপির সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানমের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট শেখ কামরুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী প্রমুখ।