রবিবার , ১৯ নভেম্বর ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

স্বাস্থ্য সচেতনতায় মতবিনিময় সভা

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ১৯, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

শেখ সিদ্দিকুর রহমান : ‘ হ্যাঁ আমরা যক্ষা নির্মুল করতে পারি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, যক্ষা প্রতিরোধ ও রোগী সনাক্তকরণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি,( নাটাব) সাতক্ষীরা আয়োজিত মতবিনিময় সভা, শহীদ নাজমুল সরণীতে অবস্থিত ম্যানগ্রোভ সভা ঘরে গতকাল ১৯ নভেম্বর রবিবার বেলা এগারোটায় অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাটাব সাতক্ষীরার সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার. ত্রিতির্স ঘোষ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অফিসার উজ্জল কুমার পাল, তরুন কুমার পাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী,সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বর্ণমালা একাডেমির নৃত্য পরিচালক নাহিদা আক্তার পান্না, এম এ রশিদ, দিলরুবা রোজ, কবি স ম তুহিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ থেকে পাঠ করেন নাটাব সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাফেজ শেখ কামরুল ইসলাম ও কন্ঠশিল্পী অনিষা রায়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের পঞ্চাশ জনের অধিক সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত