বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : রাত পোহালেই ২০শে নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ২০ নভেম্বর সাতক্ষীরার কালিগঞ্জ থানা পাকহানাদার মুক্ত হয়। কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম এ প্রতিনিধিকে জানান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের অয়োজনে আগামী কাল যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হবে।
সকল ৭.৩০ ঘটিকায় মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,৮.৩০ টায় শহীদ মুক্তিযোদ্ধা ইউনুস আলীর কবর জিয়ারত,৯ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন,৯.৩০ ঘটিকায় বিজয় র্যালি,১১টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা, দুপুর ১ঃ৩০ এ জোহরের নামাজ ও সকল শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান, দুপুর ২ ঘটিকায় প্রীতিভোজ এবং সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।