কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় পার্টির মহিলা সদস্য সাফিয়া পারভীন ১০৮শ্যামনগর কালিগঞ্জ (আংশিক) সাতক্ষীরা ৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন।
সোমবার(২০ নভেম্বর) রাজধানী ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাত থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাতক্ষীরা-০৪ শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন । এ সময় জাতীয় পার্টির মহিলা কেন্দ্রীয় সদস্য ইউ পি চেয়ারম্যান সাফিয়া পারভীনের সাথে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি সহ শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন জানান জেলা ও উপজেলার সহ আমার নির্বাচিত এলাকার সকল নেতৃবৃন্দের সিদ্ধান্ত নিয়েই আমি মনোনয়ন পত্র দাখিল করেছি। পরবর্তীতে দলের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম শুরু করবো।