কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) সাতক্ষীরা ৪ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে সোমবার (২০ নভেম্বর) বিকেলে নির্বাচনীয় এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য দলীয়ভাবে মনোনয়নপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের বিএম মোজাম্মেল হক সহ কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ হাতে মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি জানান আমি দীর্ঘদিন দুঃসময়ে লড়াই সংগ্রাম করে দলের সাথে আছি ভবিষ্যতেও থাকবো দলের বাইরে কোন কিছু করবো না। দল যদি আমাকে টিকিট দেন তাহলে আমি আমার নির্বাচিত আসন সাতক্ষীরা ৪ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনাকে উপহার দিবো।