এ. মাজেদ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর ০২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পত্র ক্রয় করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু। তিনি ২০ নভেম্বর বেলা ১২টাই সোমবার বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, ধুলিহর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নোমান ও পারভেজসহ জেলা আওয়ামী কৃষকলীগ , জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।